cermat88 klik777 mesin777 bumbu tabur info drakor
মুস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজ
Mustafizur Rahman Degree College
সন্দ্বীপ, চট্টগ্রাম
খবর

প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা

আজ মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু ও জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ। পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন পিয়েরে মায়াদু। দুই বিদেশি নাগরিক হত্যাসহ বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পিয়েরে মায়াদু বলেন, ‘আজকের আলোচনায় এ প্রসঙ্গ আসেনি। মূলত আগামী মাসে অনুষ্ঠেয় বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে।’ সরকারের নেওয়া পদক্ষেপের পর নিরাপত্তা পরিস্থিতি কীভাবে দেখছেন-জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকার গুলশান-বনানীসহ কূটনৈতিক এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এতে আগের চেয়ে আমরা বেশি নিরাপদ বোধ করছি। ওই এলাকার বাসিন্দারা নির্বিঘ্নে চলাচল ও বসবাস করতে পারছেন।